মেসির মায়ামিতে এবার যোগ দিবেন বার্সেলোনার লুইস সুয়ারেজ
আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির চমক যেন থামছেই না। লিওনেল মেসি, সার্জিও বুস্কেটস, জর্দি আলবার মতো নামিদামি ফুটবলারদের পর এবার বার্সেলোনার সাবেক তারকা ফুটবলারকে দলে ভেড়াচ্ছে মায়ামি। মেসির সতীর্থ হয়ে মায়ামিতে যোগ দিচ্ছেন বার্সেলোনার হয়ে দীর্ঘ সময় মাঠ মাতানো উরুগুয়ের তারকা ফুটবলার।
গত মৌসুমেই বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার লুইস সুয়ারেজকে দলে চেয়েছিলেন ইন্টার মায়ামি। কিন্তু ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে চুক্তি থাকায় আমেরিকান ক্লাবটিতে যোগ দিতে পারেননি তিনি। এবার নতুন মৌসুমের শুরু থেকেই মায়ামিতে দেখা যাবে সুয়ারেজকে।
সুয়ারেজের সঙ্গে মায়ামির আসন্ন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন দল-বদলের বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো। তিনি জানান, ফ্রি এজেন্ট হিসাবে মায়ামিতে যোগ দিচ্ছেন সুয়ারেজ। আপাতত এক মৌসুমের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন উরুগুয়ের এই তারকা ফুটবলার। চুক্তিতে আরও এক বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর বিকল্প থাকছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


