আগামী বছরে জাতীয় দলসহ ক্লাবের হয়ে ৬টি ট্রফি জিততে পারেন মেসি
কাতার বিশ্বকাপ জয়ের পর মাঠের পারফরম্যান্সে এবছরও তিনি ছিলেন দুর্দান্ত। আর্জেন্টিনার জার্সিতে কোনো শিরোপা না জিতলেও ক্লাব পর্যায়ে পিএসজির হয়ে দুটি এবং নতুন মৌসুমে ইন্টার মায়ামিতে গিয়ে জিতেছেন একটি শিরোপা। ২০২৪ সালেও বেশ কয়েকটি শিরোপা জেতার সুযোগ রয়েছে মেসির সামনে।
২০২৪ সালে ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও ট্রফি জেতার সুযোগ রয়েছে মেসির সামনে। জাতীয় দলের হয়ে দুটি এবং ক্লাবের হয়ে মেসি জিততে পারেন অন্তত চারটি ট্রফি।
২০২৪ সালে প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছাড়াও কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে মাঠে নামবে আর্জেন্টিনা। এছাড়া অলিম্পিকে সোনা জেতারও সুযোগ রয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। অর্থাৎ, ২০২৪ সালে আর্জেন্টিনার জার্সিতে কোপা ও অলিম্পিকের সোনা জয়ের সুযোগ রয়েছে মেসির সামনে।
২০২৪ সালে মেসি মেজর লিগ সকারের (এমএলএস) পুরোটাই খেলার সুযোগ পাবেন। জাতীয় দলের দুই শিরোপার পাশাপাশি তৃতীয় শিরোপা হিসেবে মেসি জিততে পারেন ইন্টার-আমেরিকান কাপ। গত মৌসুমে লিগস কাপ জেতার কারণেই মূলত এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে ইন্টার মায়ামি।
মেসির সামনে সুযোগ রয়েছে কনকাকাফ চ্যাম্পিয়স লিগ জেতারও। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে ইন্টার মায়ামি বছরের শেষ দিকে গিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলার সুযোগ পাবে। মেসির সামনে সুযোগ রয়েছে ইউএস ওপেন কাপের শিরোপা জেতারও। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


