এভারটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়ালো ম্যানচেস্টার সিটি

সবশেষ লিগ পর্বে ছয় ম্যাচের একটি জিতে শিরোপা লড়াই থেকে নিজেদের হারিয়ে ফেলেছিলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কিন্তু বুধবার দিবাগত রাতে এভারটনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে ঘুরে দাঁড়িয়েছে সিটিজেনরা। দারুণ এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ চারে ফিরেছে পেপ গার্দিওলার দল। 

ম্যাচের ২৯তম মিনিটেই ম্যানসিটিকে স্তব্ধ করে দিয়েছিল এভারটন। ক্লোজ রেঞ্জের শটে গোল করেন জ্যাক হ্যারিসন। দ্বিতীয়ার্ধের পরেই অবশ্য ম্যাচে ফেরে সিটি। ৫৩ মিনিটে তাদের হয়ে একটি গোল শোধ দেন ফোডেন। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে স্কোর ২-১ করেন হুলিয়ান আলভারেজ। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ডের ভুলে তৃতীয় গোলটি পায় সিটিজেনরা। বল ক্লিয়ার করতে গিয়েও সেটি ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি পিকফোর্ড। বল যায় তাদের এক ডিফেন্ডারের পায়ে। কিন্তু তিনিও ঠিকমতো সেটি ক্লিয়ার করতে ব্যর্থ হন। এই সুযোগে বল দখলে নিয়ে জাল কাঁপিয়ে দেন পর্তুগিজ তারকা সিলভা।

এই জয়ের পর ৩৭ পয়েন্ট নিয়ে টটেনহামকে টপকে চারে উঠেছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে তারা। 

অথচ বড় দিনের আগে টানা চতুর্থ শিরোপা জয়ের অভিযান বড় হুমকির মুখে পড়েছিল। অ্যাস্টনভিলার কাছে হার ছাড়াও ড্র করে টটেনহাম ও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। তার ওপর বড় ধাক্কা হয়ে আসে প্রাণভোমরা আর্লিং হাল্যান্ডের চোট। অবশেষে তারা ঘুরে দাঁড়িয়ে স্বস্তির জয় পেয়েছে।   

এদিকে, জয়ের ধারায় ফিরেছে চেলসি। তারা ২-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে টেবিলের শীর্ষ দশে উঠেছে। চেলসির পয়েন্ট ২৫। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news