ইংলিশ লিগে শক্তিশালী আর্সেনাল হেরে গেলো ওয়েস্ট হ্যামের কাছে
ইংলিশ প্রিমিয়ার লিগে চরম বিপর্যয় শক্তিশালী আর্সেনালের। ঘরের মাঠে তারা ২-০ গোলে হেরে গেলো ওয়েস্ট হ্যামের কাছে। জয়ের উম্মাদনা নিয়ে মাঠ ছাড়লো হ্যামবাহিনী।
খেলার শুরুতে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করলেও তা ধরে রাখতে পারেনি আর্সেনাল। উল্টো রক্ষণের ভুলে খেলার ১৩ মিনিটে পিছিয়ে পড়ে তারা। ডিবক্সের মধ্যে জটলার ভেতর থেকে গোল আদায় করে ওয়েস্ট হ্যামকে ১-০ গোলের লিড এনে দেন টমাস সৌসেক। ম্যাচে ফিরতে আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি তারা। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ৫৫ মিনিটে কনস্টান-টিনোস ম্যাভরোপ্যানোসের গোল হতাশ করে স্বাগতিক দর্শকদের। প্রতিপক্ষের শিবিরের রক্ষণ বারবার ভাঙলেও কখনও বারপোস্ট, কখনও গোলরক্ষকে বাধা পড়েছে আর্সেনালের আক্রমণ। শেষ পর্যন্ত ২-০ গোলের হারের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা হলো না গানারদের।
এই হারে লিগে ১৯ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাস্টন ভিলা। আর, এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যান সিটি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


