কোচ আনচেলোত্তি ব্রাজিলে যাচ্ছেন না রিয়াল মাদ্রিদেই থাকছেন
ইতালিয়ান কার্লো অনচেলোত্তি রিয়াল মাদ্রিদে কোচের দায়িত্বে আর থাকবেন না, এমন একটি তথ্য উড়ছিলো ইউরোপের ক্লাব গুলোতে। কারণ ২০২৪ সালের জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ ছিল ইতালিয়ান এই কোচের। এরপর রিয়ালেই থাকবেন নাকি নতুন ঠিকানা খুঁজে নিবেন তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। তবে সেসব নিয়ে আপাতত আর ভাবতে হচ্ছে না তাকে। মার্কা
কেননা আনচেলোত্তির সঙ্গে আরো এক বছর চুক্তি বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালেই থাকছেন এই কোচ। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। চোটগ্রস্থ দল নিয়েও লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে সবগুলো ম্যাচ জিতে নক আউটে খেলবে রিয়াল। এসবই হয়েছে কার্লো আনচেলোত্তির কৌশলে। এতে আনচেলোত্তির ওপর খুশি হয়েই চুক্তি নবায়ন করেছে রিয়াল মাদ্রিদ।
পাঁচ মৌসুম দায়িত্ব পালন করে লস ব্লাংকোদের ১০টি শিরোপা জিতিয়েছেন আনচেলোত্তি।
দুইটি চ্যাম্পিয়নস লিগ, দুইটি ক্লাব বিশ্বকাপ, দুইটি উয়েফা সুপার কাপ, একটি লা লিগা, একটি স্প্যানিশ সুপার কাপ এবং দুইটি কোপা দেলরে।
কার্লো আনচেলোত্তিকে প্রধান কোচ হিসেবে চেয়েছিল ব্রাজিল। কাতার বিশ্বকাপের পর থেকেই সেলেসাওরা চেষ্টা চালাচ্ছিল কিন্তু তাদের চেষ্টা বৃথাই থেকে গেল।
আনচেলোত্তিকে পাওয়ার আশায় কাতার বিশ্বকাপের পর থেকে স্থায়ী কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল। ভারপ্রাপ্ত হিসেবে কাজ চালাচ্ছেন ফার্নান্দো দিনিজ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


