সৌদি আরবে তুরস্কের জাতীয় সংগীত বাজাতে না দেওয়ায় স্থগিত সুপার কাপ 

সৌদি আরবে অনুষ্ঠিত তুর্কি কাপের ফাইনালে উঠেছিল ইস্তানবুলের দুই ক্লাব গালাতাসারাই ও ফেনারবাচ। শুক্রবার রাতে রিয়াদে মাঠে গড়ানোর কথা ছিলো ফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত তুমুল বিতর্কের মধ্য দিয়ে স্থগিত করা হয় ম্যাচটি। 

স্থগিতের কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি দুই দেশের কেউই। তবে তুর্কি সংবাদমাধ্যমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার সূত্রমতে, ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় আধুনিক তুরস্কের জনক মুস্তাফা কামাল আতার্তুকের ছবি সংবলিত টি-শার্ট পরতে চেয়েছিল দুই দল। কিন্তু ক্লাব দুইটির এই চাওয়া মানতে রাজি হয়নি সৌদি আরব কর্তৃপক্ষ। সেই টানাপোড়েনেই শেষ পর্যন্ত ম্যাচ স্থগিত করে দেশটি। 

কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তুরস্কের জাতীয় সঙ্গীত বাজানো এবং পতাকা তোলার অনুমতি না দেওয়াতেই স্থগিত করা হয় ম্যাচ। তবে এই খবর উড়িয়ে দেয় তুরস্কের ফুটবল ফেডারেশন। তারা জানান, ফাইনালে এসব বিষয়ে কোনো বাধা ছিলো না। 

পরিষ্কারভাবে কিছু না জানালেও আয়োজকদের একটি বিবৃতি উদ্ধৃত করে সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি। তারা জানায়, ফাইনালের দুই দল নিয়ম না মানায় ম্যাচ স্থগিত করা হয়েছে। তবে কোন নিয়ম মানা হয়নি তা স্পষ্টভাবে জানায়নি তারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news