এবার দুর্বল ফর্টিসের কাছে হারলো আবাহনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে শুরুটা ভালো হয়নি আবাহনীর। প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খোঁয়ানোর পর এবার হারতে হলো দুর্বল ফর্টিস এফসির কাছে। ভ্যালেরি গ্রিশিনের একমাত্র গোলে আবাহনীকে হতাশ করে ফর্টিস। 

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আবাহনী দাপট দেখানোর চেষ্টা করলেও ছেড়ে কথা বলেনি ফর্টিস। দুই পাশেই আক্রমণ চলতে থাকে সমান তালে। ম্যাচের ৩৮ মিনিটে আবাহনীকে স্তব্ধ করে দেন ভ্যালেরি।

ফর্টিসকে খুশির বন্যায় ভাসানো এ গোলের কারিগর ক্লাবটির নাম্বার টেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা বাবোউ। বাম প্রান্তে থ্রোয়িং থেকে বল পেয়ে বক্সের মধ্যে ডিফেন্ডারদের কাটিয়ে পাস দেন ফাঁকায় থাকা ভ্যালেরিকে। এই ইউক্রেনিয়ান ফরোয়ার্ড বল জালে পাঠাতে ভুল করেননি। ভ্যালেরির গোলেই ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ফর্টিস।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে তিন খেলোয়াড়কে বদলে আক্রমণের ধার বাড়ায় আবাহনী। গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করলেও ফর্টিসের রক্ষণে চিড় ধরাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ভ্যালেরির ওই একমাত্র গোলেই ম্যাচের নিষ্পত্তি হয়।

গত বিপিএলেও আবাহনীর পয়েন্ট কেড়ে নিয়েছিল ক্লাব। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। এবারের আসরে প্রথম ম্যাচে মোহামেডানের সঙ্গে লড়াই করেও ১-২ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয় পেল মাসুদ কায়সার পারভেজের শিষ্যরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news