পুলিশের বিরুদ্ধে শেখ জামালের কষ্টার্জিত জয়
বাংলাদেশের প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল। বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়ে এই জয় তুলে নেয় শেখ জামাল।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল। প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে বাংলাদেশ পুলিশ। ম্যাচের ৫৫ মিনিটে পুলিশের ইসা ফয়সালের আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে দলটি। বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ। ফলে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখে শেখ জামাল। প্রথম ম্যাচে তারা শখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরেছিল ১-২ গোলে।
অন্যদিকে প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে আসরের শুভ সূচনা করেছিলো পুলিশ। দ্বিতীয় ম্যাচে এসে হারের স্বাদ পেল গত বিপিএলে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পুলিশ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


