দেস চ্যাম্পিয়নশীপে তুলুজকে হারিয়ে শিরোপা জিতলো পিএসজি

একচেটিয়া আক্রমণ শানিয়ে সহজেই জয় পেলো ফ্রান্সের পিএসজি। দেস চ্যাম্পিয়ন্সে শিরোপা নির্ধারণী ম্যাচে তারা তুলুজকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

ফাইনালের লড়াইয়ে তুলুজের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামে পিএসজি। খেলার ৩ মিনিটেই এগিয়ে যায় দলটি। ওসমান ডেম্বেলের অ্যাসিস্ট থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন লি ক্যাং-ইন। ম্যাচে ফিরতে পাল্টা আক্রমণেও ওঠে তুলুজ। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা।

বিরতির আগে পিএসজিকে আরও একবার এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। ডি-বক্সের ভেতর কোনোকুনি শটে স্কোরলাইন ২-০ করেন তিনি। তাতে খেলায় ফিরে আসার আশা হারায় তুলুজ। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে পিএসজি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news