ডি মারিয়া বাংলাদেশে আসছেন, সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে
কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা আর্জেন্টিনার তুখোড় ফুটবলার ডি মারিয়া স্বল্প সময়ের জন্য বাংলাদেশ সফরে আসছেন। আগামী ২০ মে থেকে জুনের ৫ তারিখের মধ্যে ডি মারিয়া ঢাকায় পৌঁছাবেন। আমাদের নতুনসময়কে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।
এর আগেও তিনি ঢাকায় এনেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও ব্রাজিলের ফুটবলার রোনালদিনহোকে।
ডি মারিয়া কলকাতা হয়ে বাংলাদেশে এসে দেড় দিন ঢাকায় থাকবেন। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে শতদ্রু দত্ত জানিয়েছেন। এছাড়া সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ভক্তদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানান তিনি।
শতদ্রু দত্ত বলেন, ২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব পোর্তো থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেনি। এবার মারিয়া কলকাতা ও ঢাকা সফর নিশ্চিত করেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


