দুর্বল মিডলসবরো’র কাছে হেরে গেলে চেলসি 

শক্তিশালী চেলসির বিরুদ্ধে দারুণ খেলেছে দুর্বল প্রতিপক্ষ মিডলসবরো। আক্রমণ আর পাল্টা আক্রমণের ম্যাচে শেষ পর্যন্ত জয় পেলো দুর্বলরাই। অর্থের বিচারেই হউক কিংবা মানের বিচারে, দুই দলের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, অন্যদিকে ইংলিশ লিগের দ্বিতীয় স্তরের দল মিডলসবরো। 

দ্বিতীয় স্তরের ক্লাবটির পুরো স্কোয়াডের দাম ৬ কোটি পাউন্ডের বেশি নয়, অন্যদিকে চেলসির স্কোয়াডের দাম প্রায় ১০০ কোটি পাউন্ড। লিগ কাপ সেমিফাইনালে ৬ কোটি পাউন্ডের মিডলসবরোর কাছেই পরাজয়ের স্বাদ পেয়েছে চেলসি।  দ্বিতীয় স্তরের ক্লাবটি ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইপিএলের ক্লাবটিকে। 

লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে মিডলসবরোর মাঠে নেমেছিল চেলসি।  ম্যাচের প্রথমার্ধেই গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। ৩৭ মিনিটে হেইডেন হ্যাকনি গোল করেন স্বাগতিকদের হয়ে।  প্রথমার্ধে চেলসির বেশ কিছু দুর্দান্ত আক্রমণ প্রতিহত করেন মিডলসবরোর গোলরক্ষক টম গ্লোভার। 

গোলের দারুণ সুযোগ পেয়েছিল চেলসিও।  কোল পালমার একাধিকবার গোল করার সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। পুরো ম্যাচজুড়ে ১৮ বার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সফরকারীরা।  ফরোয়ার্ডদের চরম ব্যর্থতাই দ্বিতীয় স্তরের ক্লাবটির কাছে চেলসির পরাজয়ের মূল কারণ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news