লেভানদোভস্কির ৪১ গোলের রেকর্ড ভাঙবেন হ্যারি কেন: কোচ টমাস টুখেল

এ বছর রবার্ট লেভানদোভস্কির এক মৌসুমে বুন্দেসলিগায় ৪১ গোলের রেকর্ড ভাঙার যোগ্যতা হ্যারি কেনের রয়েছে। এটি বিশ্বাস করেন বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেল।

জার্মান চ্যাম্পিয়নদের হয়ে এ মৌসুমে ভালো পারফরম্যান্স করায় ইংলিশ অধিনায়ককে নিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন টুখেল। টটেনহাম থেকে আসার পর তিনটি ম্যাচ ছাড়া বাকি ১৬ ম্যাচেই গোল করেছেন হ্যারি কেন। হ্যারি কেন এবারের মৌসুমে বুন্দেসলিগায় মোট ২২ গোল করেছেন।

মে মাসে ২০২১ সালে লেভানদোভস্কির বুন্দেসলিগায় অনন্য গোলের রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভবনা রয়েছে কেনের মধ্যে। বায়ার্নের সাবেক কিংবদন্তি খেলোয়াড় টমাস মুলারের রেকর্ড ভেঙেছিলেন পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি।

বায়ার্ন কোচ আরো বলেন, হ্যারি কেনের কোচ হতে পেরে আমি গর্বিত। সে শুধুমাত্র ভালো খেলোয়াড়ই নন, একজন অসাধারণ ব্যক্তিও। তাকে যা কিছু করতে বলা হয় সে সব কথা শোনে। প্রতিদিন সে প্রথম মাঠে উপস্থিত হয়। 

news