প্রীতি ম্যাচ খেলতে ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে ফিলিস্তিনি নারী দল

ফিলিস্তিনি নারী ফুটবল দল বাংলাদেশে আসবে। তারা ফিফা প্রীতি ম্যাচ খেলবে বলে নিশ্চিত করেছে বাফুফে। ফেব্রুয়ারি মাসেই খেলা হবে। কোন তারিখে হবে সেটি নিশ্চিত করা হয়নি। তবে প্রাথমিকভাবে ১৩ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে দুটি ম্যাচ হবে বলে জানিয়েছে বাফুফে। 

যুদ্ধে ধ্বংস হয়ে যাচ্ছে ফিলিস্তিন। ইসরায়েলি হামলায় দেশের করুণ অবস্থা চললেও তাদের ফুটবল দল থেমে নেই। এই মুহূর্তে ফিলিস্তিন পুরুষ ফুটবল কাতারের দোহায় এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলছে। পরশু রাতে কাতারের এডুকেশন সিটির স্টেডিয়ামে ইরানের গত রোববার ৪-১ গোলে হেরেছে ফিলিস্তিন। আগামী ২১ মার্চ ঢাকায় আসবে ফিলিস্তিন পুরুষ দল, বাংলাদেশের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। 

news