আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারালো ব্রাজিল

ফুটবল খেলায় আর্জন্টিনা-ব্রাজিল মানেই চিরপ্রতিদ্বন্দ্বী মনে করেন অনেকেই। দুই দলের মধ্যকার ম্যাচ নিয়ে খেলার বাইরেও বাড়তি উত্তেজনা বিরাজ করে। অলিম্পিকের চূড়ান্ত পর্বে উঠতে তুমুল লড়াই করছে আর্জেন্টিনা ও ব্রাজিল। চলমান অনুর্ধ্ব-২৩ কোপা আমেরিকা ফুটসালে আর্জেন্টিনাকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। 

বুধবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রথম গোলের মুখ দেখতে বেগ পেতে হয়েছে অনেক। মার্লোন অলিভিয়োর গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে বুরুত্তুর গোলে ম্যাচ ১-১ সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। 

বিরতির পর মাঠে নেমে আক্রমণের গতি আরও বাড়ায় ব্রাজিল। অল্প সময়ের মধ্যেই আরও দুইটি গোলের দেখা পেয়ে যায় তারা। ব্রাজিলকে ২-১ গোলে এগিয়ে নেন ফিলিপে এবং দলকে ৩-১ গোলে এগিয়ে নেন লুকাস ফ্লোরেস।

এরপর ম্যাচের ফেরার জন্য আর্জেন্টিনা প্রাণপণ চেষ্টা করলেও ব্রাজিলের গোলরক্ষকের কাছে পরাস্থ হন আলবিসেলেস্তেরা। উল্টো ম্যাচের শেষদিকে দিয়েগো জুফফোর গোলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

news