অশ্লীল অঙ্গভঙ্গিতে নতুন বিতর্কে রোনালদো
ফুটবল খেলায় অশ্লীল অঙ্গভঙ্গির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম অনেকবার শোনা গেছে। সর্বশেষ সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষেও অশ্লীল অঙ্গভঙ্গি করে নতুন বির্তের জন্ম দিয়েছেন এই পর্তুগিজ তারকা।
আল শাবাবে বিপক্ষে ৩-২ ব্যবধানে আল নাসরের জেতার ম্যাচে শুরুর গোলটাই ছিল সিআর সেভেনের। ওই ম্যাচ শেষে রোনালদোকে উদ্দেশ্য করে স্বাগতিক দর্শকরা ‘মেসি মেসি’ স্লোগান দিচ্ছিলো। তখন তিনি দর্শকদের জবাবটা অশ্লীল অঙ্গভঙ্গিতে দিয়েছেন। তারপর থেকেই কঠোরভাবে সমালোচিত হচ্ছেন এই তারকা। শোনা যাচ্ছে, ওই ঘটনায় শাস্তিও পেতে যাচ্ছেন সিআরসেভেন।
সৌদি মিডিয়ার বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ওই ঘটনায় রোনালদোকে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে এবং গুণতে হবে জরিমানাও। যেহেতু বছরে ২২২ মিলিয়ন ডলার বেতন পাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে জরিমানাটা তার জন্য সমস্যা হবে না। তবে নিষেধাজ্ঞার শাস্তিটা তার দলের জন্য বড় সমস্যা হতে পারে।
নিষিদ্ধ হলে বৃহস্পতিবার আল হাজমের বিপক্ষে লিগের ম্যাচ খেলতে পারবেন না তিনি। খেলা হবে না এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালেও। রোনালদো একই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন গত বছরের এপ্রিলে। তখন সমালোচনার মুখে পড়লেও শাস্তি এড়িয়ে যেতে পেরেছিলেন তিনি।


