ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অফিসার্স ক্লাব আয়োজিত শীতকালীন ক্রীড়া উৎসব-২০২৫ আজ (১৬ ফেব্রুয়ারি) উদ্বোধন হয়েছে। বিটিভি ভবন প্রাঙ্গণে বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার ও বিটিভি অফিসার্স ক্লাবের সভাপতি নুরুল আজম পবন এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডভাইজার (স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। অনুষ্ঠানে বিটিভি ও ওয়ালটনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

১৫ দিনব্যাপী এই ক্রীড়া উৎসবে বাংলাদেশ টেলিভিশনের শতাধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। উৎসবের অন্তর্গত ৬টি ইভেন্ট হলো: ব্যাডমিন্টন (পুরুষ ও নারী), দাবা, ক্যারম, গোলক নিক্ষেপ, লুডু এবং পিলো পাসিং। 

এ উৎসবটি বিটিভি অফিসার্স ক্লাবের সদস্যদের মধ্যে ক্রীড়াশৈলী এবং ঐক্যবদ্ধতা বৃদ্ধির পাশাপাশি শীতকালীন সময়টিতে একটি আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর স্পোর্টস সেক্টরের প্রতি তাদের আগ্রহ ও পৃষ্ঠপোষকতা জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছে।

news