চ্যাম্পিয়ন্স ট্রফির এক ভেন্যুতে খেলার সুবিধা নিয়ে নানা আলোচনা চললেও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত ইচ্ছে করে পাকিস্তানে খেলেনি এমন নয়, বরং সরকারের নিষেধাজ্ঞার কারণে তারা সেখানে যেতে পারেনি। তার মতে, বরং পাকিস্তানের উইকেটগুলোতে রান তোলার যে সুযোগ ছিল, সেটা না পাওয়ায় কোহলি-রোহিতদেরই বেশি আফসোস হওয়ার কথা।
গাঙ্গুলির ভাষায়, "ভারত নিজের ইচ্ছায় পাকিস্তানে যায়নি, এমন নয়। সরকারের অনুমতি না থাকায় ওদের বিকল্প জায়গায় খেলতে হয়েছে। এটা তো দলের হাতে নেই!"
ভারতীয় ব্যাটারদের সুযোগ হারানোর প্রসঙ্গে তিনি বলেন, "লাহোর-করাচির উইকেটে যেখানে প্রতিনিয়ত ৩৫০-৩৬০ রান উঠছে, সেখানে ভারতীয় ব্যাটাররা খেলতে না পারায় হতাশ। অন্য দলগুলোর ব্যাটসম্যানরা সেখানে রানের ফোয়ারা ছোটাচ্ছে, অথচ কোহলি-রোহিতদের সেই সুযোগই নেই! যদি থাকত, তাহলে তাদের নামের পাশে আরও কয়েকটা সেঞ্চুরি যোগ হতো!"
ভারতের ঘন ঘন ভ্রমণের প্রসঙ্গ টেনে গাঙ্গুলি বলেন, "গত দুইটি আইসিসি টুর্নামেন্টে ভারতকেও প্রচুর ভ্রমণ করতে হয়েছে। ২০২৩ বিশ্বকাপে ৯টি শহরে খেলেছে দলটি, তবুও শিরোপার কাছে গিয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা ভিন্ন ভিন্ন ভেন্যুতে পারফর্ম করেছে।"
২০০৩ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "সেই সময় ইংল্যান্ড জিম্বাবুয়েতে খেলতে যায়নি এবং পয়েন্ট দিয়ে দিয়েছে। সব দেশেরই নিজস্ব নিয়মনীতি থাকে। তাই পাকিস্তান সফরে না যাওয়াটা ভারতীয় দল বা সরকারের ভুল নয়!"


