আইপিএল খেলতে এসে বিয়ে করলেন নিউজিল্যান্ডের কনওয়ে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল চলমান আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে এসে এক ম্যাচ খেলার পরই দল থেকে বাদ পরেন নিউজিল্যান্ডে ব্যাটার ডেভিড কনওয়ে। দল থেকে বাদ পড়লেও হেলায় সময় নষ্ট না করে নিজের দীর্ঘ দিনের বান্ধবী কিম ওয়াটসনকে বিয়ে করে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন কনওয়ে। হিন্দুস্তানটাইমস
বিয়ের ভারতীয় পোষাকে দেখা গিয়েছিল রব ও কনে উভয়কেই। মুম্বাইয়ের একটি অভিজাত হোটেতে বিয়ের এই অনুষ্ঠানে চেন্নাইয়ের ক্রিকেটারদের মাঝে ছিলেন ধোনি, জাদেজা, ব্রাভোসহ দলের একাধিক ক্রিকেটার।
নিলাম থেকে এক কোটি রুপি ব্যয়ে ডেভিড কনওয়েকে দলে নিয়েছিল চেন্নাই। টুর্নামেন্টের প্রথম খেলায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ৩ রান করার পর আর কোন খেলায়ই চেন্নাইয়ের একাদশে জায়গা পাননি কনওয়ে।