নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক

গামী বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে চলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সোমবার হয়ে গেলো এসএ২০ নামের এই টুর্নামেন্টের নিলাম।

যেখানে দল পাননি প্রোটিয়াদের বর্তমান অধিনায়ক ও টপঅর্ডার ব্যাটার টেম্বা বাভুমা।
ছয় দলের অংশগ্রহণে এ নিলাম শেষে সব দলই নিজেদের স্কোয়াডে ১৭ জন করে খেলোয়াড় ভিড়িয়েছে।

কিন্তু কোনো দলেই জায়গা হয়নি বাভুমার। তার অধীনেই আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছে দক্ষিণ আফ্রিকা।

অধিনায়কের দল না পাওয়ার বিষয়টি ভাবাচ্ছে সবাইকে। - বাংলাদেশ প্রতিদিন
টি-টোয়েন্টি অধিনায়ক বাভুমা ছাড়াও নিলামে দল পাননি টেস্ট দলের অধিনায়ক ডিন এলগার।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েটকেও দলে ভেড়ায়নি কেউ। কোনো দলে ডাক পাননি দিনেশ চান্দিমাল, রস টেলর, রস্টোন চেজ, লুইস গ্রেগরিরাও।

সবাইকে অবাক করে দিয়ে সর্বোচ্চ ৯২ লাখ দক্ষিণ আফ্রিকান র‌্যান্ড মূল্য পেয়েছেন মারকুটে ব্যাটার ত্রিস্তান স্টাবস।

তার ভিত্তিমূল্য ছিল মাত্র ১ লাখ ৭৫ হাজার র‌্যান্ড। 

news