সানা ক্রিকেট খেললে ঝুলনকে অনুসরণ করতে বলতাম, বলছেন সৌরভ
ঝুলন গোস্বামীর অকুন্ঠ প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে লর্ডসে ঝুলন শেষ ম্যাচ খেলতে নামবেন। সেই খেলার আগে নানা আবেগের সমাহার। ঝুলন নিজে অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কিন্তু ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা ঝুলনকে শেষ ম্যাচ লর্ডসে দারুণ একটি মুহূর্ত উপহার দিতে চান।
বৃহস্পতিবার বাইপাসের ধারে সৌরভের একটি বিজ্ঞাপনের অনুষ্ঠান ছিল। সেখানে প্রশ্নোত্তর পর্বে বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছেন, ঝুলনের দারুণ এক গৌরবাজ্বল কেরিয়ার রয়েছে। দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেছে। আমার মেয়ে সানা যদি ক্রিকেট খেলত, তা হলে আমি ঝুলনের মতো হতো বলতাম।
সৌরভ আরও বলেছেন, ‘‘লর্ডসে কোনও ক্রিকেটারের অবসরের ঘটনা। এটা সাধারণত হয় না। ঝুলনের ক্ষেত্রে সেটি হলে ভাল হবে। বোর্ড ওঁকে বড় রকমের সংবর্ধনা দেবে।
;
বাংলার মহিলা ক্রিকেটের অন্যতম আইকন সম্পর্কে মহারাজ বলেছেন, ‘‘ঝুলন ভাল মেয়ে, চাকদহ থেকে এসে নিজেকে প্রমাণ করেছে। ওঁর সঙ্গে আমার প্রায়ই কথা হয়।’’
আগামী বছরে মহিলাদের আইপিএল শুরু হবে, সেই কথাও বলেছেন সৌরভ। আমরা সবাই চাই মহিলাদের আইপিএল শুরু হোক, তা হলে খেলাটির প্রসার আরও ভাল হবে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


