দ্রুততম গোল ব্রুয়েনের, টানটান ম্যাচে মাদ্রিদকে হারাল সিটি

 গোলের পর গোল। পিছিয়ে পড়া থেকে নতুন করে ম্যাচে ফেরা। মঙ্গলবার গভীর রাতে চ্যাম্পিয়ন্স লিগে আক্ষরিক অর্থেই বড় ম্যাচ হল (Manchester City vs Real Madrid)। তবে শেষ হাসি হাসল পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি। তারা রিয়েল মাদ্রিদকে হারাল ৪-৩ গোলে (Champions’ League)।
খেলার শুরুতেই এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। শূন্যে শরীর ছুড়ে দিয়ে দুরন্ত হেডারে ১-০ করেন কে ডি ব্রুয়েন। ৯৪ সেকেন্ডে গোল করে নিজের নামের পাশে চাম্পিয়ন্স লিগের দ্রুততম স্কোরারের রেকর্ড লিখে ফেলেছেন এই বেলজিয়ান তারকা (Manchester City vs Real Madrid)।

মাঠে ঠিকমতো দাঁড়ানোর আগেই গোল হজম করা যে কোনও টিমের পক্ষেই খুব একটা ভাল ব্যাপার নয়। রিয়েলের ক্ষেত্রেও তাই হয়েছিল। প্রথম ১৫ মিনিট নীল ম্যাঞ্চেস্টারের ঝাঁঝের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি স্প্যানিশ ক্লাবটি। এর মধ্যেই আবার রিয়েলের জাল নড়িয়ে দেন গ্যাব্রিয়েল জেসাস। ১১ মিনিটের মাথায় সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয় তারকা। সে গোলও ছিল দেখার মতো। বক্সের মধ্যে বল ধরে হাফ টার্নে জাল নড়িয়ে দেন জেসাস।


কিন্তু বড় দল তো তারাই যারা খারাপ অবস্থা থেকে ম্যাচে ফিরে আসে। ২০ মিনিটের পর থেকেই খেলা ধরতে শুরু করে মাদ্রিদ। মাঝমাঠকে সংগঠিত করে সিটির বিরুদ্ধে একের পর এক আক্রমণ হানেন করিম বেঞ্জেমারা। ৩৩ মিনিটের মাথায় বেঞ্জেমার অসামান্য ভলিতেই ব্যবধান কমায় রিয়েল, এবং ম্যাচেও ফেরে। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে লকার রুমে যায় সিটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। কিন্তু ৫৩ মিনিটের মাথায় ফের ব্যবধান বাড়ায় সিটি। ব্রিটিশ ক্লাবটির হয়ে গোল করেন পি ফোডেন। এই সময় অনেকে ধরে নিয়েছিলেন মাদ্রিদের মাজা বোধহয় ভেঙে গেল। কিন্তু ২ মিনিটের মাথায় গোল করে মাদ্রিদকে খেলায় ফেরান ভিনিসিয়ার জুনিয়র। বাঁ দিক থেকে বল ধরে একটা ৩০ গজের দৌড় এবং ক্লিনিকাল ফিনিশ- ফের একবার জাত চেনালেন ভিনিসিয়াস।

এরপর ৭৪ মিনিটে সিটির হয়ে চতুর্থ গোলটি করেন সিলভা। তারপরও মাদ্রিদ লড়ে যাচ্ছিল। ৮২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ৪-৩ করেন করিম বেঞ্জেমা।
খেলার ফল যাই হোক ৭ গোলের এই টানটান ম্যাচের রেশ থেকে যাবে অনেকদিন।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news