বোর্ড প্রসিডেন্ট হিসেবে অধ্যায় শেষ সৌরভের? আইসিসি-তে যাওয়া নিয়েও ধোঁয়াশা! নতুন দায়িত্বে কারা?

১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েডের উইকেটটি নিয়েছিলেন তিনি। অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ ধরেছিলেন বাঁ হাতি ক্যারিবিয়ানের ক্যাচ। রজার বিনির (Roger Binny) ডেলিভারি লয়েডের মৃত্য পরোয়ানা নিয়ে হাজির হয়েছিল সেদিন। লর্ডসের সেই ভুবনজয়ের পরে কেটে গিয়েছে ৩৯ বছর।

সব ঠিকঠাক থাকলে বিশ্বজয়ী কপিলের দলের সদস্য সেই রজার বিনিই এবার বসতে চলেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) মসনদে। সব ঠিকঠাক বলা হল এই কারণে যে বোর্ড রাজনীতি খুবই পিচ্ছিল। যে কোনও মুহূর্তে পট পরিবর্তন হতে পারে। বদলে যেতে পারে চিত্রনাট্য। যেমন ২০১৯ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নাটকীয়ভাবে বোর্ডের প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন ব্রিজেশ প্যাটেলকে সরিয়ে। সেই কারণেই এখনও পর্যন্ত সম্ভাব্য  প্রেসিডেন্ট হিসেবে প্রবল ভাবে দৌড়ে আছেন বিনি, এখনও পর্যন্ত একথা বলাই যায়। বিনির মাথাতেই হয়তো উঠতে চলেছে বোর্ড প্রেসিডেন্টের শিরস্ত্রাণ। কিন্তু নির্দিষ্ট দিনে হিসেব যে বদলে যাবে না তা কে বলতে পারে!

১৮ অক্টোবর বিসিসিআই-এর ৯১-তম বার্ষিক সাধারণ সভা। সেদিনই বোর্ড নির্বাচন। তার আগে ১২ তারিখের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। খবর বলছে, কর্ণাটক রাজ্য সংস্থা তাদের প্রতিনিধি হিসেবে পাঠাতে চলেছে রজার বিনির নাম।


২০১৯ সাল থেকে দেশীয় ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদে সৌরভ। ১৮ তারিখের বার্ষিক সাধারণ সভা হওয়ার বহু আগেই জল্পনা ছড়িয়েছিল দ্বিতীয়বার বোর্ড সভাপতি হওয়ার দৌড়ে থাকবেন না সৌরভ গঙ্গোপাধ্যায়।এবার হয়তো তাতেই সিলমোহর পড়তে চলেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত যা খবর ভেসে আসছে বোর্ড সূত্রে তাতে ভাইস প্রেসিডেন্ট পদে জোরাল রাজীব শুক্লার নাম। সচিব পদে থাকবেন জয় শাহই। যুগ্ম সচিব পদের জন্য ভাসছে দেবজিৎ সাইকিয়ার নাম। কোষাধ্যক্ষ আশিস শেলার এবং আইপিএল চেয়ারম্যান পদের দৌড়ে অরুণ ধূমল। শোনা যাচ্ছে, সৌরভ নিজে আইপিএলের চেয়ারম্যান হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু অরুণ ধূমলই দৌড়ে এগিয়ে এখনও পর্যন্ত।  

এবার প্রশ্ন, তবে সৌরভ গঙ্গোপাধ্যায় কি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে যাচ্ছেন? এখনই অবশ্য জোর দিয়ে তা বলা সম্ভব হচ্ছে না। কারণ সৌরভের আইসিসি ভবিষ্যৎ নির্ভর করছে একাধিক ক্রিকেট বহির্ভূত বিষয়ের উপরে। ক্রিকেট প্রশাসক হিসেবে সৌরভের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে।
সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২২/একে

news