বুমরার বিকল্প শামিই, টি ২০ বিশ্বকাপের সংসারে পা পড়ছে নামী পেসারের
আসন্ন টি২০ বিশ্বকাপে (T20 World Cup) চোটের জন্য ছিটকে গিয়েছেন জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু তাঁর পরিবর্তে কে খেলবেন, এই জল্পনা চলছিলই। অবশেষে সেই অবসানের যবনিকা পতন ঘটল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হল, বুমরার পরিবর্তে ভারতীয় দলে আসছেন মহম্মদ শামি (Mohammed Shami)। বোর্ডের নির্বাচন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে এবারের টি২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারত। ভারতীয় দল পৌঁছে গেছে অস্ট্রেলিয়ায় খেলছে প্রস্তুতি ম্যাচও। যদিও ভারতীয় ১৫ জনের দলে শামিকে রাখা না হলেও বিকল্প হিসেবে তাঁকে নিয়েও যাওয়া হবে জানানো হয়েছিল।
শামি ছাড়াও মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোইকেও নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়া। চোটের জন্য দীপক চাহর ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে শার্দূলকে নিয়ে যাওয়া হচ্ছে, বলে সূত্রের খবর ছিল।
বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচে খেলবেন শামি। ইতিমধ্যেই তিনি অস্ট্রেলিয়া উড়ে গেছেন। তবে গত টি২০ বিশ্বকাপের পর শামি আর দেশের হয়ে এই ফরম্যাটে খেলেননি। তাঁকে টি২০ স্কোয়াডে না রাখা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। সেই বিতর্কে ইতি পড়ল।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে


