আমিরাতকে হারিয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখলো শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর হার দিয়ে শুরু করে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না এশিয়ার সেরা দলটির। এমন সমীকরণের ম্যাচে মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রতিপক্ষ আরব আমিরাতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে লঙ্কানরা।

গিলংয়ের জিএমএইচবিএ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। এরপর ১৮ রান করে কুশল মেন্ডিস আউট হলেও রানের চাকা সচল রেখেছেন অপর ওপেনার পাথুম নিশাঙ্কা ও ওয়ান ডাউনে নামা ধনঞ্জয়া ডি সিলভা। ২১ বলে ৩৩ রান করে রান আউট হয়ে যান সিলভা। 

এরপর ১৫তম ওভারে বোলিংয়ে এসে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক করেন আমিরাতের কার্তিক মিয়াপ্পান। পরপর তিন বলে ভানুকা রাজাপাকশে, চারিথা আসালাঙ্কা এবং দাসুন শানাকাকে ফেরান ২২ বছর বয়সী এই লেগস্পিনার। ওয়ানিন্দু হাসারাঙ্গাও ফেরেন ২ রান করে।

২০তম ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগ পর্যন্ত দলকে একাই টেনে নেন ৬০ বলে ৭৪ রান করা পাথুম নিশাঙ্কা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫২ রানে থেমে যায় শ্রীলঙ্কা।

১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন আরব আমিরাতের ব্যাটাররা। ১৫ রানে প্রথম উইকেট হারানো দলটি ৫৬ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৯ উইকেট। দলটির পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন আয়ান আফজাল খান। এছাড়া জুনাইদ সিদ্দিক ১৮ এবং চিরাগ সুরি ১৪ রান করলেও বাকিরা দুই অংকের কোটা পেরোতে পারেননি। ৭৩ রানে থেমে যায় দলটি।

লঙ্কানদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন দুশমন্থ চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ উইকেট পেয়েছেন মাহিশ থিকশানা। ব্যাট হাতে ৭৪ রান করে ম্যাচসেরা হয়েছেন পাথুম নিশাঙ্কা।

news