মেলবোর্নে সূর্য সাইক্লোনের পর বাজিমাত বোলারদেরও, গ্রুপ শীর্ষে রোহিতের ভারত


 ভারতীয় বোলারদের দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জিম্বাবোয়ের ব্যাটিং লাইনআপ। মেলবোর্নে শেষ ম্যাচ জিতে গ্রুপ- ২ এর শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভারত। নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হারের পরই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল রোহিতদের। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচ ছিল শুধুই নিয়মরক্ষার। সেই ম্যাচ ভারত জিতল ৭১ রানে (India beat Zimbabwe)।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এদিনের ম্যাচে রোহিত (১৫) ব্যর্থ হলেও অন্য ওপেনার কেএল রাহুল ৫১ রানের দামি ইনিংস খেলেন। বিরাটও তেমন রান পাননি এই ম্যাচে। করেন ২৫ বলে ২৬ রান। ব্যর্থ দীনেশ কার্তিকের বদলে দলে আসা ঋষভ পন্থও। একসময় ভারতের স্কোর দাঁড়ায় ১৩.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০১।
সেখান থেকে ভারত ২০ ওভার শেষে করে ১৮৬ রান। সৌজন্যে সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে তিনি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা এদিন আবার প্রমাণ করলেন তিনি। তাঁর ঝোড়ো ব্যাটিং ভারতকে বড় রানে পৌঁছে দেয়। মাত্র ২৫ বলে করেন ৬১ রান।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news