ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
দেশের মাটিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের নেতৃত্বে ১৬ সদস্যের এই দলে ফিরেছেন সাকিব আল হাসান এবং ইয়াসির আলী রাব্বি। জায়গা ধরে রেখেছেন পেসার ইবাদত হোসেন। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
আগামী ৪ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
এই সিরিজ খেলতে পহেলা ডিসেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। এই সফরে দুটি টেস্টও খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
বাংলাদেশের ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নুরুল হাসান।
এনবিএস/ওডি/সি