যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম নির্মাণ করতে চায় বলিউডের সুপারস্টার শাহরুখ খানের নাইট রাইডার্স
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল কলকাতা নাইট রাইডার্স দল দিয়ে ক্রিকেটে যাত্রা শুরু করে নাইট রাইডার্স গ্রুপ। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও অংশ নেয় তারা।
আইপিএলের ধীরে ধীরে অন্যতম সেরা একটি দলে পরিণত হয় দুইবারের শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্স। সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সও সাফল্যের দেখা পেতে শুরু করে।
নতুন ভেন্যু স্থাপন সম্পর্কে শাহরুখ খান বলেন, আগামীতে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের আরও জনপ্রিয়তার কথা মাথায় রেখে আমরা এমএলসির সাথে এই পরিকল্পনা করেছি। এ ছাড়াও এর মাধ্যমে নাইট রাইডার্স গ্রুপকে বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিষ্ঠিতও করতে পারব। বিখ্যাত লস অ্যাঞ্জেলসে একটি স্টেডিয়াম নির্মাণ করতে পারা আমাদের ও এমএলসির জন্য অবশ্যই রোমাঞ্চকর ব্যাপার।


