জিদানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ক্ষমা চাইলেন লু গ্রেত

জিনেদিন জিদানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকে সমালোচনার উঠেছে ঝড়। রাজনীতিবিদ থেকে শুরু করে খেলোয়াড়, ক্রীড়ামন্ত্রী, অনেকের তোপের মুখে পড়েছিলেন নোয়েল লু গ্রেত। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুতই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের এই সভাপতি।

এক সাক্ষাৎকারে ক্ষমা প্রার্থনা চেয়ে লু গ্রেত বলেন, জিদানকে নিয়ে তার ভাবনা ঠিকঠাক প্রতিফলিত হয়নি ওই মন্তব্যে। নিজের ‘আনাড়ি’ মন্তব্যের কারণে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে বলেও জানান তিনি। ওই মন্তব্যগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। সেখানে যথাযথভাবে আমার ভাবনা প্রতিফলিত হয়নি, কিংবা একজন খেলোয়াড় এবং কোচ হিসেবে তিনি কেমন ছিলেন, তা নিয়ে আমার মূল্যায়ানও উঠে আসেনি।

মূলত ফ্রান্স ফুটবল দলের কোচ হিসেবে দিদিয়ের দেশমের মেয়াদ বাড়ানো থেকে বিতর্কের সূত্রপাত। দলকে টানা দুটি বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া এই কোচের চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাড়ায় ফেডারেশন। যদিও এবার জিদান দায়িত্ব পেতে পারেন বলে জোর আলোচনা ছিল।

ফ্রান্সের এই কিংবদন্তি এখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন আছে।

এনবিএস/ওডে/সি

news