চেলসিকে কোচিং করানো এখন সবচেয়ে কঠিন কাজ: গ্রাহাম পটার

 কোচের দায়িত্ব সবসময় কঠিন। চেলসির মতো বড় দলের দায়িত্ব আরও বেশি কঠিন। দুঃসময়ের মধ্যে থাকা গ্রাহাম পটার সে উত্তাপ ভালো করেই টের পাচ্ছেন। তাই বললেন, চেলসিকে কোচিং করানো এই মুহূর্তে ফুটবলের সবচেয়ে কঠিন কাজের একটি।

কঠিন সময়ে চেলসির দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল পটারের হাতে। ক্লাবকে পথে ফেরানোর কাজটা এখন পর্যন্ত সেভাবে করতে পারেননি তিনি। দলের খেলায়ও নেই আত্মবিশ্বাসের ছাপ। তাই বেশ চাপের মুখে আছেন এই ইংলিশ কোচ।

গত মে মাসে মালিকানায় পরিবর্তন আসে চেলসির। এরপর গ্রীষ্মের দলদবলে যোগ দেন কয়েকজন নতুন খেলোয়াড়। তবে এই মৌসুমের শুরু থেকে ভালো খেলতে পারছিল না স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। এর প্রেক্ষিতে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ টমাস টুখেলকে। এরপর গত সেপ্টেম্বরে নতুন কোচ করা হয় পটারকে।

তাতেও ভাগ্য পরিবর্তন হয়নি চেলসির। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দশম স্থানে থাকা পটারের দল সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ৮ ম্যাচের মাত্র একটিতে জিতেছে।

এনবিএস/ওডে/সি

news