আতলেতিকোর ‘গার্ড অব অনার’ না দেওয়ার সিদ্ধান্তে আপত্তি নেই রিয়াল মাদ্রিদ কোচের
আগেভাগে লিগ জেতা দলকে পরের ম্যাচগুলোতে প্রতিপক্ষের গার্ড অব অনার দেওয়ার একটা রীতি রয়েছে স্প্যানিশ ফুটবল লিগে। তবে আতলেতিকো মাদ্রিদ জানিয়েছে যে তারা এটা করবে না। নগর প্রতিদ্বন্দ্বীদের এই সিদ্ধান্ত নিয়ে খুব বেশি ভাবার অবকাশ দেখছেন না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
গত সপ্তাহে চার রাউন্ড হাতে রেখেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন হওয়ার পর লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় আতলেতিকোর বিপক্ষে খেলবে রিয়াল। মাদ্রিদ ডার্বির আগেই রিয়াল শিরোপা নিশ্চিত করে ফেললে তাদের গার্ড অব অনার দেওয়ার বিপক্ষে আগেই নিজের মত জানিয়েছিলেন আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক।
আতলেতিকো গত সোমবার এক বিবৃতিতে জানায়, রিয়ালকে তারা গার্ড অব অনার দেওয়া থেকে বিরত থাকবে। সংবাদ সম্মেলনে শনিবার আনচেলত্তি এই প্রসঙ্গে বলেন, আতলেতিকোর সিদ্ধান্তের প্রতি তার সম্মান রয়েছে