রাজধানীর নবাবগঞ্জ পার্কে বুধবার সকালে বিজিবির উদ্যোগে ৭০০ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উদ্যোগে বিজিবি আবারও প্রমাণ করল, সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক সহায়তাতেও তারা অগ্রণী ভূমিকা পালন করে।  

বিজিবি'র ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি), আইসিটি ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা-এর যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর আবরার আল মেহবুব, মেজর মোঃ ফেরদৌস ইসলাম, বেগ আব্দুল্লাহ আল মাসুম, এবং মোঃ শাহজাহান।  


ঢাকা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, দুর্যোগ ও মানবিক সহায়তায়ও সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় মানুষদের সহায়তা করতে আমরা এই উদ্যোগ নিয়েছি।”  

শীতবস্ত্র বিতরণকালে বিজিবির কর্মকর্তারা জানান, এই কার্যক্রম সারাদেশেই পরিচালিত হচ্ছে। শীতের তীব্রতায় কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়াতে তারা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবেন।  

৭০০ অসহায় ও শীতার্ত মানুষ বিজিবির এই উদ্যোগে পেয়েছেন উষ্ণতার ছোঁয়া। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক সহায়তায় বিজিবি’র এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।  

শীতার্ত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ কি আরও সম্প্রসারিত হওয়া উচিত? আপনার মতামত জানাতে আমাদের জানাতে ভুলবেন না।

news