যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের এক গুরুত্বপূর্ণ সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিজিবির যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির পক্ষ থেকে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। অন্যদিকে বিএসএফের কোলকাতা সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন।
বিজিবির অতিরিক্ত পরিচালক মোঃ খসরু রায়হান জানিয়েছেন, বৈঠকে সীমান্তে প্রাণহানি রোধ, অবৈধ পারাপার ও চোরাচালান ঠেকানো, এবং মাদকদ্রব্য অনুপ্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি-১৯৭৫ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার আলোকে সীমান্তে উদ্ভুত সমস্যাগুলো দ্রুততম সময়ে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন দুই পক্ষ।
সমন্বয় সভায় সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ এবং উন্নয়নমূলক কাজের প্রসঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উভয় পক্ষ সীমান্তবর্তী এলাকার জনসাধারণের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক বিকেল ৪টায় শেষ হয়।


