ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদের পদত্যাগসহ ৬ দফা দাবি জানিয়েছেন। তারা দাবি পূরণে প্রশাসনকে ৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় একটি সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই দাবিগুলো তুলে ধরা হয়।  

৬ দফা দাবির মূল বিষয়বস্তু:

১. ঢাবি প্রশাসনের ক্ষমা চাওয়া ও প্রো-ভিসির পদত্যাগ: সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতের দায় নিয়ে প্রো-ভিসি ড. মামুন আহমেদের পদত্যাগ এবং প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।  

২. পুলিশি নির্যাতনের বিচার: ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের ওপর হামলা ও পুলিশি নির্যাতনের ঘটনায় জড়িত এসি, ওসিকে প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।  

৩. নারী শিক্ষার্থীদের অপমানের বিচার: ইডেন কলেজ ও বদরুন্নেসার শিক্ষার্থীদের প্রতি ঢাবি শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ মন্তব্যের দায়ে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।  

৪. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি: সাত কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্ক চিরতরে অবসান ঘটিয়ে পৃথক বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে।  

৫. সমন্বিত বৈঠক: প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, ইউজিসি সদস্যসহ ঢাবি ভিসির উপস্থিতিতে সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে দ্রুত বৈঠকের আয়োজন করতে হবে।  

৬. সড়ক উন্মুক্তকরণ: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।  

সোমবার সকাল ৯টা থেকে সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধের ঘোষণা দেন। পরে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে তাদের দাবি উপস্থাপন করেন।  

শিক্ষার্থীরা বলেন, যদি নির্ধারিত সময়ে প্রশাসন দাবি পূরণে ব্যর্থ হয়, তবে তারা পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

news