বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনা ও আওয়ামী লীগ সরকার গণঅভ্যুত্থানের সময় তাদের কিনতে পারেনি। এখন যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে ক্ষমতা দখল করবেন, তারা ভুল ভাবছেন। তিনি জানান, যারা ক্ষমতার দিকে যেতে চান, তাদের উদ্দেশ্য করে বলি, “আপনারা ক্ষমতার দিকে না এসে জনতার দিকে আসুন, আমরাও আপনাদের পাশে থাকবো।”
আজ (২৭ জানুয়ারি) চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কের পৌর মুক্তমঞ্চে ‘রাইজিং চুয়াডাঙ্গা’ শীর্ষক ছাত্র-জনতার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ফ্যাসিবাদ, গণতন্ত্র, আন্দোলন এবং সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেনের সভাপতিত্বে ও সাফফাতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুসরাত তাবাসসুম, মোল্লা এহসান, গোলাম রাব্বানী।
হাসনাত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এত বড় জেলা হওয়ার পরেও চুয়াডাঙ্গায় উন্নয়নের দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। এখানে পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা নেই, যা এক বৃহৎ জেলার জন্য অত্যন্ত অপ্রতুল।”
আওয়ামী লীগ পুনর্বাসন বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তারা দেশের স্বার্থের সঙ্গে বেঈমানি করছেন। আওয়ামী লীগ ১৬ বছর ধরে অত্যাচার করেছে, তাদের বিচারের দাবি তুলতে হবে।”
তিনি ছাত্রসমাজের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশের ছাত্রসমাজ এক হয়ে কাজ করলে, কোনো শক্তিই তাদের হারাতে পারবে না।”


