একদিনে করোনায় আক্রান্ত আরও ৩ লাখ, মৃত্যু ৬ শতাধিক

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৬৩৮ জনের, যা আগের দিনের তুলনায় প্রায় চারশো কমেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২ হাজার ৫৪৬ জন, যা আগের দিনের তুলনায় এক লাখেরও বেশি কমেছে। 

একই সময়ে সবচেয়ে বেশি সংক্রমণের শিকার দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৬৪ জন এবং মারা গেছেন ৭১ জন। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় করোনায় মারা গেছেন ১১৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৪৭ জন। 

যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত ১৪ হাজার ৮ জন এবং মারা গেছেন ২১ জন। জার্মানিতে নতুন আক্রান্ত ৭ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ১১ জন। ফ্রান্সে নতুন আক্রান্ত ২৯ হাজার ৩২৪ জন এবং মারা গেছেন ৫৪ জন। ইতালিতে নতুন করে আক্রান্ত ৩০ হাজার ৮০৪ জন এবং মারা গেছেন ৭২ জন। ব্রাজিলে করোনায় মারা গেছেন ১০ জন এবং নতুন করে আক্রান্ত ৬ হাজার ৬ জন। ভারতে নতুন করে আক্রান্ত ২ হাজার ৭১৪ জন। 

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১২ জন, দক্ষিণ আফ্রিকায় ৭ জন, নিউজিল্যান্ডে ২ জন, চিলিতে ৮ জন, পেরুতে ১৩ জন, স্লোভাকিয়ায় ১০ জন এবং ইন্দোনেশিয়ায় ১০ জন মারা গেছেন।

news