জার্মানীর সরকারী পরিষেবা সংস্থাগুলোর লাগাতার ধর্মঘটে ব্যহত হচ্ছে জনসেবা
দেশটির পশ্চিমাঞ্চলের নর্থ রাইন ওয়েষ্টফালিয়াতে (এনআরডব্লিউ) সোমবার ধর্মঘট পালিত হওয়ায় সরকারী পরিবহণ ও দুইটি বিমান বন্দর অচলাবস্থায় পড়েছে। ডে কেয়ার ও অন্যান্য সেবাসমূহ এসময় বিঘ্নিত হয়।
এক প্রতিবেদন সূত্রে জানান যায়, ধর্মঘটের ফলে কোলন ( বন) বিমানবন্দরের ১৩৬টির মধ্যে ১৩১ টি ফ্লাইট বাতিল হয়ে যায় সোমবার। এছাড়াও রোববার ডুসোল ডফ বিমানবন্দরেও প্রায় ২০০ শতাধিক ফ্লাইটের আগমন ও বহির্গমন অনিশ্চয়তার মধ্যে পড়ে। এদিকে ধর্মঘট অব্যাহত থাকায় কিছু ফ্লাইট অন্য বিমানবন্দরের মাধ্যমে রিশিডিউল করার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
রোববার রাতের শিফট থেকে কর্মচারীরা ২৪ ঘন্টার জন্য ধর্মঘটের ডাক দিলে তা মঙ্গলবার সকাল পর্যন্ত স্থায়ী হলে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে যাত্রী সেবা।
দেশটির দুটি বৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠন ভার্দি ও কোম্বা এ ধর্মঘটের নেতৃত্ব দেয়। ২০২২ সাল হতে জার্মানিতে খাদ্যপণ্য, জ্বালানী তেলের দাম বৃদ্ধিসহ মূদ্রাস্ফীতির কারণে দেশব্যাপী এসব ধর্মঘটের কারণ বলছেন সংগঠনের নেতৃবৃন্দ।
ভার্দির আন্দ্রিয়া বেকার জানান, আগে বহুবার আলোচনা করেও কর্তৃপক্ষের আশ্বাসে কাজে যোগ দিলেও আমাদের দাবি মেনে নেয়নি সরকার। অপর সংগঠন কোম্বার এক নেতা আন্দ্রিয়াজ হেমসিং জানায়, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষ। তারা এমন ভাব দেখাচ্ছে যেনো কোন প্রকার পথ আর নেই সমাধানের।
বর্তমান বেতন ৫০০ ইউরো (১০.৫ শতাংশ) বাড়ানোসহ এক বছরেরে মধ্যে তা আবারও বৃদ্ধির সুযোগ রাখার দাবি জানিয়েছেন ধর্মঘটকারীরা। ২০২০ এর পর থেকে কার্যকরী কোন সমাধান পাননি বলেও এসময় উল্লেখ করেন তারা। সাময়িক যাত্রীদের অসুবিধার বিষয়টি অবশ্য স্বীকার করেন নেতারা।
এনবিএস/ওডে/সি


