প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতার জন্য দলীয় নেতা-কর্মীদের আহবান সুচির

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি কারাগার থেকেই প্রতিরোধ যোদ্ধাদের সার্বিক সহযোগিতার আহবান জানিয়েছেন তাদের দল লীগ ফর ডেমোক্রেসির নেতা ও সমর্থকদের। তিনি বিপ্লব অব্যাহত রাখারও আহবান জানিয়েছেন। সুচির দলীয় পার্লামেন্ট সদস্য মঙ মঙ স্যুয়ে ১৮ মাস নেপিডোর ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। সেখান রয়েছেন অং সান সুচিও। তার মাধ্যমেই সুচি দলীয় নেতা কর্মদের প্রতি এই বার্তা পাঠিয়েছেন।

অন্যদিকে মিয়ানমার জুড়ে প্রতিরোধ যোদ্ধাদের দাপুটে হামলা অব্যাহত আছে। ক্ষমচ্যুত সরকার ও সমমনা পার্লামেন্ট সদস্যরা মিলে গঠন করেছে জাতীয় ঐক্য সরকার। তাদের গড়ে পিডিএফ যোদ্ধারা সামরিক জান্তাদের মোকাবিলা যুদ্ধের ময়দানে।

ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, চিন রাজ্যের প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে তারা জান্তা বাহিনীর একটি পরিবহণ হেলিকপ্টার রোববার বোমা হামলা চালিয়ে ধ্বংস করেছে। হেলিকপ্টারটি একটি হিলটপ আউটপোস্টে নেমেছিল।

চিন ন্যাশনাল আর্মির (সিএনএ) রাজনৈতিক শাখা চিন ন্যাশনাল ফ্রন্টের মুখপাত্র সালাই হটেট নি বলেছেন, হেলিকপ্টারটির মাধ্যমে খাদ্য এবং গোলাবারুদ সরবরাহের কাজে নিয়োজিত ছিল। প্রতিরোধ যোদ্ধারা একটি ড্রোনের মাধ্যমে হেলিকপ্টারটিতে আঘাত হানে।

তিনি বলেন, ড্রোনের মাধ্যমে সেনাঘাঁটিতে থাকা ভারি অস্ত্রগুলোতেও আঘাত হানা হয়েছে। এর জানুয়ারির ২৯ তারিখে আরেকবার ড্রোন হামলা চালানো হয়েছিল।

এনবিএস/ওডে/সি

news