উত্তর কোরিয়ার শিশু বিদেশি চলচ্চিত্র দেখলে শাস্তি পাবেন মা-বাবাও
উত্তর কোরিয়ার তরুণেরা পশ্চিমা দেশের মূল্যবোধ ও রীতিনীতির দিকে ক্রমাগত ঝুঁকে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। যে কারণে উত্তর কোরিয়ায় শিশু-কিশোরেরা পশ্চিমা চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান দেখলে তাদের মা-বাবাকেও শাস্তির আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছে কিম জং উন।
নতুন বিধান অনুযায়ী, শিশু-কিশোরেরা বিদেশি চলচ্চিত্র দেখার সময় ধরা পড়লে তাদের মা-বাবাকে ছয় মাসের জন্য কারাদন্ড দেওয়া হবে এবং তাদের সন্তানদের দেওয়া হবে পাঁচ বছরের কারাদণ্ড।
উত্তর কোরিয়ায় অতীতে সন্তানের কাছ থেকে বিদেশি ভিডিও উদ্ধার হলে তাদের মা-বাবাকে কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হতো। তবে এখন আর পশ্চিমা সংস্কৃতির প্রতি ঝুঁকে পড়া সন্তানের মা-বাবার প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না। সন্তানদের যথাযথভাবে সমাজতন্ত্রের আদর্শ শিক্ষা দেওয়ার জন্যও মা-বাবার প্রতি চাপ বাড়ছে।
উত্তর কোরিয়ায় দক্ষিণ কোরিয়া নির্মিত নাটক দেখা কিংবা এর সিডি বিতরণ করা কঠোরভাবে নিষিদ্ধ। গত বছর দক্ষিণ কোরীয় ও মার্কিন চলচ্চিত্র দেখার কারণে উত্তর কোরিয়ায় মাধ্যমিকে পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। একটি বিমানঘাঁটিতে স্থানীয় মানুষের সামনে ওই দুই কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এনবিএস/ওডে/সি