দেশত্যাগ করবেন না শ্রীলংকার সাবেক প্রধানমন্ত্রী রাজা পাকসে
এ তথ্য নিশ্চিত করে ছেলে নামাল বলেছেন, ‘দেশত্যাগের কোনো পরিকল্পনা নেই তাদের পরিবারের। চারদিকে তাদের দেশত্যাগের গুজব ছড়িয়ে পড়েছে। আমরা কেউই দেশত্যাগ করব না।’ তাদের পরিবারের বিরুদ্ধে দেশবাসীর যে আক্রোশের সৃষ্টি হয়েছে সেটাকে তিনি ‘ব্যাড প্যাচ’ বলে উল্লেখ করেছেন।
নামাল মনে করতো সে হচ্ছে শ্রীলংকার আগামী দিনের নেতা। কিন্তু তার পিতার সমর্থকরা সরকারি বিরোধী বিক্ষোভকারীদের উপর হামলা করার কারণে যে সহিংসতার সৃষ্টি হয়েছে, তাতে তার পিতাকে পদত্যাগ করতে হয়েছে।
সোমবার রাতে রাজা পাকসে সেনা পাহারায় প্রধানমন্ত্রী হিসেবে তার জন্য বরাদ্দ সরকারি বাসভবন ত্যাগ করেন। নামাল বলেছেন, প্রধামন্ত্রী হিসেবে রাজা পাকসে পদত্যাগ করলেও এমএনএ হিসেবে তিনি পদত্যাগ করবেন না। তার উত্তরাধিকার নির্বাচনের ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।