রানী অসুস্থ, পার্লামেন্টের অনুষ্ঠানে প্রিন্স চার্লস

৫৯ বছরের মধ্যে এই প্রথমবার রানী এলিজাবেথের পরিবর্তে, ব্রিটিশ পার্লামেন্টের বাৎসরিক অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন প্রিন্স চার্লস। রানি এলিজাবেথের বয়স এখন ৯৬ বছর। বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, রানির ‘এপিসোডিক মোবিলিটি প্রবলেম’ হয়েছে, যার অর্থ, কখনো কখনো তার চলাফেরা করতে অসুবিধা হয়। 

৭৩ বছর বয়সি প্রিন্স চার্লস পার্লামেন্টে এসেছিলেন রানি এলিজাবেথের প্রতিনিধি হয়ে, সঙ্গে ছিলেন তার স্ত্রী ক্যামিলা ও ছেলে প্রিন্স উইলিয়াম। তিনিই সিংহাসনে বসেন, তবে তার মাথায় রাজমুকুটও ছিল না। রাজমুকুটটি একটি চেয়ারে রাখা ছিল। অবশ্য রাজমুকুটের ওজন বেশি বলে রানিও কয়েক বছর তা পরেননি। পার্লামেন্টে ভাষণ দেন। সরকারের হয়ে ৩৮টি বিল পেশ করেন।
৭০ বছরের শাসনে এর আগে মাত্র দুইবার এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রানী এলিজাবেথ । ১৯৫৯ ও ১৯৬৩ সালে, যখন তিনি গর্ভবতী ছিলেন। 

news