বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিএসএফের বিশেষ টুইট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে টুইটারের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ভারতের সীমান্ত রক্ষী (বিএসএফ) বাহিনীর প্রধান।

শুধুমাত্র কথার মধ্যে নয়, টুইটার মাধ্যমে তুলে ধরা হয়েছে জাতির উদ্দেশ্যে দেওয়া বঙ্গবন্ধু’র ভাষণের একটি ভিডিও ক্লিপ। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ মুহূর্তের কিছু স্থিরচিত্রও যোগ করা হয়েছে এই টুইটে। যে ছবিগুলো ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর বিশেষ লাইব্রেরিতে সংরক্ষিত ছিল বলে প্রমাণ পাওয়া যায়।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি জীবনী এবং তাদের অধিকাংশ তথ্য তারা সযত্নে নিজেদের কাছে রেখেছেন। মুজিবরের মতো অন্যদের জন্মদিন ও তাদের বিশেষ কর্মকাণ্ড নিয়েও টুইট করে থাকেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান কার্যালয়।

বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উপলক্ষে সীমান্তে বিজিবি ও বিএসএফের প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের ও ব্যবস্থাও রাখা হয়েছে।

এনবিএস/ওডে/সি

news