সারাজীবনে মোট দিয়েছেন ৯৬ লিটার রক্ত! ৮০ বছর বয়সে গিনেস বুকে নাম তুললেন এই মহিলা
রক্তের সংকট এই মুহূর্তে সারা পৃথিবীতে অন্যতম এক আলোচিত সমস্যা। অসংখ্য মানুষের প্রতিদিন রক্তের প্রয়োজন হলেও উপযুক্ত সময়ে প্রায়ই দেখা যায় রক্তের ঘাটতি । তবে, জোসেফিন মিকালুকের (Josephine Michaluk) মতো মানুষ সমাজে বেশি থাকলে এই সংকট হয়তো তৈরিই হতো না।
৮০ বছর বয়সেও নিয়মিত রক্তদান (blood donation) করে গিনেস বুকে (guiness book of world record) নাম তুলে ফেলেছেন আমেরিকার এই মহিলা। সারা জীবনে মোট ৯৬ লিটার অর্থাৎ ২০৩ ইউনিট রক্ত দিয়েছেন তিনি। তবে, নিজের এই কৃতিত্বকে বড় করে দেখতে নারাজ জোসেফিন।
১৯৬৫ সালে যখন তাঁর ২২ বছর বয়স, সেই থেকে নিয়মিত রক্তদান করা শুরু করেন জোসেফিন। রক্তদানের ক্ষেত্রে আমেরিকায় যেহেতু বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই, সেই কারণে, ৮০ বছরেও রক্তদানের অভ্যেস বদলাতে নারাজ তিনি। নিজের বোনের কথায় প্রভাবিত হয়েই প্রথম রক্ত দেওয়া শুরু হয় জোসেফিনের। তারপর থেকে আর থামেননি তিনি।
রক্তদানের বিষয়ে সারা পৃথিবীর মানুষকে উৎসাহ দিতে চান জোসেফিন। গিনেস বুকে নাম উঠলেও তাঁর বক্তব্য কোনও রকম রেকর্ডের লোভে এই কাজ করেননি তিনি। বরং মানুষের প্রাণ বাঁচানোই বেশি গুরুত্বপূর্ণ এমনটাই মনে করেন এই জোসেফিন।
খবর দ্যা ওয়ালের /এনবিএস /২০২৩/একে


