আফ্রিকায় অজানা অসুখে মৃত ৩, কোয়ারেন্টাইন করা হল গোটা শহর
অজানা এক ভাইরাস (unknown virus) ছড়িয়ে পড়েছে আফ্রিকার (Africa) বুরুন্ডিতে। তার জেরে ২৪ ঘন্টার মধ্যেই মারা গেলেন ৩ ব্যক্তি। এই ঘটনার পরে গোটা এলাকাটি কোয়ারেন্টাইন (quarantine) কর দিয়েছে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, আচমকাই নাক দিয়ে রক্তপাত হতে শুরু করে ওই ৩ ব্যক্তির।। এরপরই মৃত্যু হয় তাঁদের। নাক দিয়ে রক্তপাতের পাশাপাশি, জ্বর, মাথা ব্যথা, ঝিমুনি এবং বমির উপসর্গও দেখা গেছে অজানা ওই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে।
মৃতদের মধ্যে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ অবস্থায়। কিন্তু তাঁদের বাঁচানো যায়নি। এরপরেই বুরুন্ডির বাজিরো এলাকাটিকে কোয়ারেন্টাইন করে দেয় স্থানীয় প্রশাসন।
এর আগে ইবোলা এবং মারবার্গ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আফ্রিকার বাসিন্দারা। ফের এই অজানা ভাইরাসের প্রকোপ দেখা দিল বুরুন্ডিতে। এই ভাইরাসের আক্রমণে খুব দ্রুত মৃত্যু হচ্ছে এমনটাই মত স্বাস্থ্যকর্মীদের।
কিছু মাস আগে মারবার্গ ভাইরাস ছড়িয়ে পড়েছিল তানজানিয়ার বেশ কিছু অঞ্চলে। সেই সময়ে ‘হু’ (WHO) তথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর তরফে প্রতিবেশী দেশগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছিল। বুরুন্ডির এই ভাইরাসের হদিশ এখনও পাওয়া যায়নি, তবে খুব দ্রুত একে শনাক্ত করা যাবে বলেই আশাবাদী সব মহল।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে


