আফ্রিকায় চীনা ঋণ বিতরন নিয়ে হতাশ বিশ্ব ব্যাংক


বাইরে থেকে অনেক কিছুই স্পষ্ট বোঝা যায় না। আর্থিক সমস্যায় ভুগছে, এমন অনেক দেশকেই চীন ঋণ প্রদান করেছে। সেটা দেখে মনে হতে পারে, চীন অনেক উপকার করছে ঐ দেশগুলোকে। কিন্তু ঋণের অর্থ পরিশোধের যে ফর্মলা তাতে উল্টো ক্ষতিগ্রস্থ হতে হয় তাদেরকে। আর তাই, আফ্রিকার কিছু কিছু দেশে চীনের ঋণ বিতরন ও ঋণের অর্থ পরিশোধ কাঠামো নিয়ে হতাশা ব্যক্ত করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস।
তিনি বলেছেন, আফ্রিকার উন্নয়নশীল অর্থনীতির জন্য চীন যে ঋণ দিচ্ছে তার কিছু নিয়ে তিনি উদ্বিগ এবং এই ঋণের শর্তাবলী আরো স্বচ্ছ হওয়া দরকার।

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের উদ্বেগের কারণ হচ্ছে, ঘানা ও জাম্বিয়াসহ কিছু দেশ বেইজিংয়ের কাছে তাদের ঋণের অর্থ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। চীন অবশ্য বলেছে, এই ধরনের ঋণের বিষয়টি আন্তর্জাতিক নিয়মের মধ্যেই করা হয়।

উন্নয়নশীল দেশগুলি প্রায়শই অন্য দেশ বা বহুপাক্ষিক সংস্থার কাছ থেকে অর্থ ঋণ করে অবকাঠামো, শিক্ষা এবং কৃষির উন্নয়নের মাধ্যমে নিজেদের অর্থনীতির বিকাশ ঘটায়।

যাইহোক, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য প্রধান অর্থনৈতিক দেশগুলোতে সুদের হার তীব্র বৃদ্ধি পায় এবং ঋণ পরিশোধকে ব্যয়বহুল করে তোলে। ঋণের কাজগুলোর বেশির ভাগ মার্কিন ডলার বা ইউরোর মতো মুদ্রায় সম্পন্ন হয় হয় বলেই তা কঠিণ হয়ে পড়ে। উন্নয়নশীল দেশের নিজস্ব মুদ্রার মান কমে যাওয়ার কারণে নিজের জন্য বিদেশি অর্থ ঋণ করতে এই সমস্যায় পড়তে হয়।

মি. মালপাস বলেন, এটা একটা দ্বৈত ধাক্কা এবং এর মানে  উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি আরো ধীর গতিতে পড়ে যাওয়ার আশংকা রয়েছে।

এনবিএস/ওডে/সি

news