আমিরাতের নয়া শাসককে ইরানি প্রেসিডেন্টের অভিনন্দন; শোকানুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেইখ মুহাম্মাদ বিন জায়েদ আলে নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি।

তিনি (আজ) এক বার্তায় বলেছেন, সাবেক প্রেসিডেন্ট মরহুম শেইখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ানের শাসনামলে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি স্থাপিত হয়। নতুন প্রেসিডেন্টের শাসনামলে প্রজ্ঞা ও সাহসিকতার আলোকে অভিন্ন স্বার্থে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর হবে বলে আশা করছি। 

শেইখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের মৃত্যুর খবর শুক্রবার ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

এরপর শনিবার আরব আমিরাত ফেডারেশনভুক্ত সাতটি আমিরাতের শাসকদের নিয়ে গঠিত সুপ্রিম কাউন্সিল শেইখ মুহাম্মদ বিন  জায়েদ আলে নাহিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেন।


এদিকে, মরহুম শেইখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ানের শোকানুষ্ঠানে অংশ  নিতে আজ সংযুক্ত আরব আমিরাত গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
১৯৭১ সালের ২ ডিসেম্বর সাতটি আমিরাত একত্রিত হয়ে সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠিত হয়।খরব পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news