ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বাসভবনে তল্লাশি, সহযোগী গ্রেপ্তার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির ফেডারেল পুলিশ। এ সময় তার ফোন জব্দ করা হয়। এছাড়া পুলিশ বলসোনারোর একজন ঘনিষ্ঠ সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

করোনার টিকাদান নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছিল ব্রাজিল সরকারের বিরুদ্ধে। সে সময় প্রেসিডেন্টের পদে ছিলেন বলসোনারো। তার আমলেই ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে টিকা দান নিয়ে তথ্য জালিয়াতির অভিযোগ ওঠে। টিকা নেননি এ রকম অনেক ব্যক্তিকে টিকা দেয়া হয়েছে বলে কোভিড টিকা দানের ডেটাবেসে দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। আবার টিকা পেয়েও কোভিড ডেটাবেসে নাম ওঠেনি, সেই অভিযোগও উঠেছে। এ নিয়েই তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ।

বলসোনারোর বাড়িতে তল্লাশির ব্যাপারে ব্রাজিল ফেডারেল পুলিশ একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, কোভিড-১৯ টিকা দানের তথ্য নিয়ে ব্রাজিলের স্বাস্থ্যক্ষেত্রে তথ্য জালিয়াতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে ১৬টি তল্লাশি চালিয়েছে পুলিশ। রিও ডি জেনেরিও থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বলসোনারো ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত মাউরো সিড নামের এক ব্যক্তিসহ ৩ জনকে  পুলিশ গ্রেফতার করেছে।  ব্রাজিল পুলিশের বিবৃতিতে অবশ্য বলসোনারো বা মাউরোর নাম উল্লেখ করা হয়নি।  

ব্রাজিল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছিল, ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে অনেক ব্যক্তির টিকা নেয়ার প্রশংসাপত্রে জালিয়াতি হয়েছিল। যুক্তরাষ্ট্রে যাওয়ার শর্তপূরণের উপর নির্ভর করে এই পরিবর্তন হয়েছিল বলে অভিযোগ। তবে বলসোনারোর দল পুলিশি অভিযানের বিষয়ে এক টুইটে লিখেছে, 'আমরা বিচারব্যবস্থার উপর ভরসা রাখছি। বিচার ব্যবস্থা জানাবে বলসোনারো কোনও অবৈধ কাজ করেছেন কি না।'

এনবিএস/ওডে/সি

news