পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মা মাটি ৪০ চোরের সরকার : অধীর চৌধুরী

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে কটাক্ষ করে রাজ্যের কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, তৃণমূল সরকার হল মা মাটি ৪০ চোরের সরকার।

আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে ওই মন্তব্য করেছেন। ‘মা-মাটি-মানুষ’ হল তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ভাবিত একটি রাজনৈতিক স্লোগান। অধীর বাবু সেই স্লোগানকে কটাক্ষ করে ‘তৃণমূল সরকার হল মা-মাটি-৪০ চোরের সরকার’ বলে কটাক্ষ করেছেন।    

কংগ্রেস নেতা অধীর বাবু বলেন, ‘প্রতিদিন মন্ত্রীদেরকে (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) ‘সিবিআই’ তলব করার নির্দেশ দেওয়া হচ্ছে। সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন, ‘এই পার্থ বাবুকে আগেও সিবিআই তদন্তে তাকে হাজির হওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেখান থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছেন। আসলে সততা, দৃঢ়তা না থাকলে এটাই হয়। বাঁচার চেষ্টা করছেন। ‘সিবিআই’ বাঘও নয়, ভাল্লুকও নয়। গিলে খেয়ে ফেলবে?  ‘সিবিআই’ দফতরে যেতে অসুবিধা কী আছে?  সারা  পশ্চিমবঙ্গে শিক্ষার দফতরটা আজকে দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে’ বলেও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি মন্তব্য করেন।  

রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আজ (বুধবার) সন্ধ্যা ৬টা নাগাদ কোলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেন কোলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এও জানান, যদি সময়মত পার্থ চট্টোপাধ্যায় না পৌঁছতে পারেন,  তবে তাকে হেফাজতেও নিতে পারবে ‘সিবিআই’। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন পার্থ বাবু। কিন্তু বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত সমন্বিত বেঞ্চ ওই আবেদন শুনতে রাজি না হওয়ায় শেষমেশ আজ সন্ধ্যায় পার্থ চট্টোপাধ্যায় সিবিআই’ দফতরের উদ্দেশে নির্ধারিত সময়ের আগেই রওয়ানা দিয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি হয়েছে। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news