হন্ডুরাসে সহিংসতায় নিহত ২৪, কারফিউ জারি

হন্ডুরাসে গ্যাং সহিংসতায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। মধ্যআমেরিকার দেশটির উত্তরাঞ্চলের দু’টি শহরে এ নৃশংস ঘটনা ঘটে। এরপর রোববার (২৫ জুন) ওই অঞ্চলে কারফিউ জারি করেছে সরকার। সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ট্রো কোলোমার পুল হলে হত্যাকান্ডকে ‘নৃশংস সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেন। নিহতরা একটি জন্মদিনে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও একজন নারী।

দেশটির উত্তরাঞ্চলের সুলা উপত্যাকায় পৃথক পৃথক হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। মাদক পাচারকারী গ্যাংয়ের সঙ্গে এ হত্যাকান্ডের যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে।

পুলিশ প্রেস পারসন এডগার্দো বারাহোনা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার রাতে শিল্পনগরী সান পেড্রো সুলেসহ উত্তরাঞ্চলীয় ভ্যালে দে সুলা অঞ্চলে পৃথক সহিংসতায় আরও ১১ জন নিহত হন। এই সহিংসতার পর আগামী ১৫ দিন চোলোমাতে রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত কারফিউ জারি করেছেন। আর সান পেড্রো সুলেতে কারফিউ কার্যকর হবে ৪ জুলাই থেকে।

হন্ডুরাসের নিরাপত্তামন্ত্রী গুস্তাভো সানচেজ রোববার রাতে জানান, ‘অপরাধী গ্যাংয়ের সদস্যদের সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করার’ জন্য কংগ্রেসে প্রস্তাব পাঠাবে সরকার। তিনি বলেন, সুলা উপত্যকায় এক হাজার অতিরিক্ত পুলিশ ও সেনা পাঠানো হচ্ছে।  এই অঞ্চলেই চোলোমা এবং সান পেড্রো সুলে অবস্থিত। সরকার চোলোমায় হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তারে সাহায্য করার জন্য ৮ লাখ লেমপিরাস বা ৩২ হাজার ৭০৭ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই হন্ডুরাসের একটি নারী কারাগারের ভেতর দুই পক্ষের সহিংসতায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়।  এরপর এক সপ্তাহ পার হতে না দেশটির উত্তরাঞ্চলে এ সহিংসতার ঘটনা ঘটলো। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news