দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শত শত ঘর

দক্ষিণ আফ্রিকা বন্দরনগরী ডারবানের একটি দরিদ্র মহল্লায় অগ্নিকাণ্ডে বহু খুপরি ঘর পুড়ে গেছে। এতে একজন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবানের কেনেডি রোডের একটি দরিদ্র পাড়ায় স্থানীয় সময় রোববার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন, মদ্যপানকারী দু’জন লোকের মধ্যে তর্কাতর্কির জেরে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। 

দক্ষিণ আফ্রিকার রেড ক্রসের একজন মুখপাত্র বলেছেন, অগ্নিকাণ্ডে প্রায় ১০০০ খুপরি ঘর ধ্বংস হয়েছে। এতে প্রায় ৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news