সেনাবাহিনীর হাতে প্রাসাদেই অবরুদ্ধ নাইজারের প্রেসিডেন্ট
 নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে প্রাসাদের ভিতরে আটকে রেখেছে প্রেসিডেন্ট গার্ডরা। বুধবার সকাল থেকে সামরিক যানবাহন দিয়ে প্রাসাদ ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

প্রেসিডেন্টের কার্যালয়ের এবং অন্যান্য নিরাপত্তা সূত্র বলছে, প্রেসিডেন্ট প্রাসাদের পাশে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ও অবরোধ করেছেন সৈন্যরা। প্রাসাদের ভেতরের কর্মীরা তাদের অফিসে প্রবেশ করতে পারছেন না।
 
রয়টার্সের একজন সাংবাদিক বলেছেন, সকালে রাজধানী নিয়ামির রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল ছিল। নিয়ামির অন্য প্রান্তও শান্ত আছে। এর আগে নাইজারসহ সাহেল অঞ্চলে বিদ্রোহ ঠেকাতে কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় বুরকিনা ফাসো ও মালিতে সামরিক অভ্যুত্থান ঘটেছিল।

২০২১ সালের মার্চ মাসে নাইজারে একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টাও হয়েছিল। প্রেসিডেন্ট হিসাবে বাজুমের শপথ নেওয়ার কয়েক দিন আগে একটি সামরিক ইউনিট প্রেসিডেন্ট প্রাসাদ দখলের চেষ্টা করেছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news